দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ছারিয়েছে ৩৪ দশমিক ৬ শতাংশ যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০০০ সালের পর এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে খেলাপি ঋণ।
বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের মার্চে নন-পারফর্মিং ঋণের হার ছিল ২৪ দশমিক ৬ শতাংশ। এক বছর আগে গত বছরের জুনে এ হার ছিল মাত্র ১২ দশমিক ২ শতাংশ।
চলতি বছরের জুনের শেষে মোট ঋণ ও অগ্রিম দাঁড়ায় ১৭ লাখ ৩৪ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে ৫ লাখ ৯৯ হাজার ৯৬৪ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে।
শীর্ষনিউজ