Image description

ঢাকা ও আশপাশের এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে টানা চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনটি ভূমিকম্পের উৎসস্থল নরসিংদী এবং একটি ছিল রাজধানী ঢাকায়। একের পর এক কম্পনে আতঙ্ক বেড়েছে নগরবাসীর মধ্যে।

 

দুই দিনে চার ভূমিকম্প

শুক্রবার (২১ নভেম্বর) সকালে প্রথম বড় ধরনের ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎসস্থল ছিল নরসিংদীর মাধবদী, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর এই উৎপত্তিস্থলের কারণে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এই ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ৬০০-র বেশি মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প এবং সাড়ে সাত ঘণ্টা পর সন্ধ্যায় ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। দুটিরই উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

 

একইদিন সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় আরেকটি ৩ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়।

বড় ভূমিকম্পের পূর্বাভাস?

বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ে এমন ধারাবাহিক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পাঁচ বছরের পরিসংখ্যানে ঢাকার ভূকম্পন ঝুঁকির উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে।

গুগলের রেড অ্যালার্ট

এদিকে, বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন পরিষেবাদাতা প্রতিষ্ঠান গুগল তার বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ভূমিকম্পের সতর্কতা জারি করেছে। গুগলের এই রেড অ্যালার্টের শিরোনাম ‘ভূমিকম্পের সতর্কতা: ঢাকা বিভাগ ভূমিকম্প’।