লক্ষ্মীপুরের রামগতিতে একটি বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় এক ছাত্রদলনেতাসহ তিনজনকে হাতেনাতে আটকের কথা জানিয়েছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়ন, তার সহযোগী মো. ইকবাল ও মো. আহাদ।
তাদের সবার বাড়ি রামগতির আলেকজান্ডার ইউনিয়নে।
স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি বালুবোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
কোস্টগার্ড রামগতি কন্টিনজেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একটি টাকা আদায়ের রশিদ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বলেন, চাঁদাবাজি অভিযোগে ছাত্রদল নেতাকে আটকের বিষয়টি বিএনপির নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।