Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল নতুন শহর প্রকল্পের জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর)।

এদিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন উভয় পক্ষের আইনজীবীরা। তবে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি খুরশিদ আলমের আইনজীবীরাই আদালতে সরাসরি এ যুক্তিতর্কে অংশ নেবেন।

মামলার অন্য আসামি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি।

দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে ১০ কাটা সরকারি জমি নেওয়া হয়েছে।

এছাড়া, একই আদালতে আজ শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে করা আলাদা মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ করা হতে পারে।