Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সবদিক থেকে প্রস্তুত এবং কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টি নিয়ে রিজভী মন্তব্য করেন, আমি শঙ্কা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষও নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহী। বিএনপিও মনে করে কারও মধ্যে শঙ্কা নেই। তিনি আরও জানান, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এবং এটি কোনোভাবেই বিঘ্নিত হবে না।

রিজভী আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন, সকল ভোটার ও রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেবে।

শীর্ষনিউজ