Image description

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটিতে) বাউন্স ব্যাক হওয়া অর্থ প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২৪ নভেম্বর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ গত ১ জানুয়ারি হতে ইএফটিতে প্রদান করা হচ্ছে। ইএফটিতে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠান প্রধান হতে প্রাপ্ত তথ্যানুসারে ইএফটিতে এমপিও এর অর্থ প্রেরণ করা হচ্ছে।

কিছু শিক্ষক-কর্মচারীর ব্যাংকের হিসাব নম্বর বা রাউটিং নম্বর ভুল অথবা ব্যাংক হিসাব সাময়িক সময়ের জন্য স্থগিত বা সচল না থাকার কারণে এমপিও এর অর্থে ইএফটিতে প্রেরণ করা সত্ত্বেও সেই অর্থ তাদের ব্যাংক হিসাবে জমা না হয়ে ফেরত (Bounce Back) এসেছে। তাদের ব্যাংকের সঠিক তথ্য প্রদানের জন্য এমপিও ইএফটি মডিউলে "Salary Bounce" অপশন সংযোজন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নতুন এই অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর ব্যাংকের সঠিক তথ্য প্রদান করলে শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে জমা না হয়ে ফেরত (Bounce Back) আসা অর্থ পুনরায় তাদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। 

অসত্য বা ভুয়া তথ্য প্রদানের কারণে এমপিও এর অর্থEFT-তে প্রেরণে বিঘ্নতা ঘটলে তার দায় প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। সংযুক্ত নির্দেশনা অনুসারে দ্রুততম সময়ে তাদের সঠিক তথ্য ইএফটি সিস্টেমে অনলাইনে প্রেরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’