Image description

সিলেট জেলার সব উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় হঠাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি ফোনে সিলেটের নির্বাচনি অবস্থা এবং যুবদলের কার্যক্রম সম্পর্কে জানতে চান। তারেক রহমান এ সময় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছাড়া বিকল্প নেই। তাই সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।

গত রোববার রাতে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক’ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এটি হাইকমান্ডের কড়া নির্দেশ। কেউ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে গেলেই দল তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মতবিনিময় সভায় জেলা যুবদলের অধীনে ১৩টি উপজেলা এবং ৬টি পৌরসভা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তারেক রহমানের ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন মোমিনুল ইসলাম মোমিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, যুগ্ম সম্পাদক রুমেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মুশতাক আহমদ প্রমুখ।