দলীয় নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম এর পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযোগের প্রকৃততা যাচাই না হওয়া পর্যন্ত সুমাইয়া আলমের পদ স্থগিত থাকবে। এই আদেশ ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করা কেন্দ্রীয় কমিটির জন্য অগ্রাধিকারপূর্ণ। জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করতে।