Image description
 

মার্কিন এক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ইসলামিক সংস্থা নাহদাতুলের প্রধান। আর ওই মার্কিন স্কলার ছিলেন ইসরায়েলের কট্টোর সমর্থক। গেল আগস্টের এ ঘটনার জেরে এবার নাহদাতুলের প্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠন হিসেবে পরিচিত এই নাহদাতুলের প্রায় ১০ কোটি সদস্য ও সহযোগী রয়েছে। বৃহস্পতিবারের এক বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই তিন দিনের মধ্যে হয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন অন্যথা তাকে তার পদ থেকে অপসারণ করা হবে।

নাহদাতুলের প্রধান স্টাকুফের অপসারণের কারণ হিসেবে বলা হয়েছে, তিনি একটি অভ্যন্তরীণ অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক জায়োনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগও আনা হয়েছে। স্টাকুফ ২০২১ সাল থেকেই ইসলামিক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

২০২৩ সাল থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালানো শুরু করলে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। দেশটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে তারা কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি।