রাজধানীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। আমাদের স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় রাজধানীর বংশালের কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন।