জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিকের সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে শাহীন সিদ্দিকের নামে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে সায়ের লিখেছেন, দীর্ঘ সময় অনুসন্ধানের পর অবশেষে কুখ্যাত মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক এর স্ত্রী শাহীন সিদ্দিক এর সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাহীন সিদ্দিক ২০১৩ এবং ২০১৫/২০১৬ সালে দুই দফা এনটিগুয়া-বার্বুডা ও মালটা'র নাগরিকত্ব গ্রহণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
সায়ের আরো জানান, শাহীন সিদ্দিক এর নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এরাবিয়ান র্যানচেস এলাকায় তিনটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যার প্রথমটি এরাবিয়ান র্যানচেস ১ এ ৭৫১.১৮ বর্গমিটার জমি (মূল্য ৮.৫ মিলিয়ন দিরহাম) যা ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর কেনা হয়েছে।
জুলকারনাইন সায়ের জানান, সাইপ্রাসের নাগরিকত্বে ২.২ মিলিয়ন ইউরো বা ৩১ কোটি টাকা, দুবাইতে তিনটি সম্পত্তি কিনতে প্রায় ১৩ মিলিয়ন দিরহাম বা ৪৩ কোটি টাকা— এসব টাকা ও সম্পদ শাহীন সিদ্দিকের আয়কর রিটার্নে উল্লেখ করা নেই? তিনি কিভাবে এসব অর্থ উপার্জন করেছেন? আর কোন প্রক্রিয়াতেই বা বিদেশী নাগরিকত্বে বিনিয়োগ এবং দুবাইতে সম্পদ ক্রয় করেছেন? এগুলো যে এই চক্রের পাচারকৃত অর্থের সামান্য কিছু অংশ, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না!