Image description
 

কুমিল্লা নগরীর টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুপক্ষের সভা আহ্বানকে কেন্দ্র করে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

 

বৃহস্পতিবার ওই মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সমাবেশ ডেকেছেন হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সমর্থকরা।

একই দিনে একই স্থানে সমাবেশ ডেকেছেন কুমিল্লা-৬ সদর আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরীর সমর্থকরা।

এতে দুইপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে একদিন আগেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, টাউন হল মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা ভাড়ার রিসিট সংগ্রহ করে গত ১৭ নভেম্বর মাঠখানা দুই দিনের জন্য (২০ ও ২১ নভেম্বর) বরাদ্দ নেওয়া হয়েছে। জনসভা বাস্তবায়নে সহযোগিতা চেয়ে বুধবার কোতোয়ালি মডেল থানার ওসির কাছে পত্র দেওয়া হয়েছে। জনসভাকে সামনে রেখে শেষ সময়ে এসে জানতে পারলাম, একই মাঠে একই দিন বিএনপির অপর একটি গ্রুপ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে। বিষয়টি আমরা দলীয় নেতাদের ও প্রশাসনকে জানিয়েছি, তারা দেখছেন।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিনুর রশীদ ইয়াছিনের অনুসারী আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার টাউন হল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা টাউন হল মাঠ বরাদ্দ চেয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) নগর মিলনায়তনের সদস্য সচিবের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। আমরা নির্ধারিত সময়ে বৃহস্পতিবার সকালে কর্মসূচি পালন করব। এখানে অন্য কারো কর্মসূচি আছে কিনা তা আমাদের জানা নেই।

এদিকে টাউন হল মাঠে বৃহস্পতিবার একপক্ষের জনসভা এবং আরেকপক্ষের দোয়া মাহফিল অনুষ্ঠান সফল করতে দুপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। দুপক্ষের এমন কর্মসূচিতে নগরজুড়ে চলছে ক্ষোভ ও উত্তেজনা। এ নিয়ে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন নগরবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, দুইটি পক্ষই বিএনপি দলীয়। তাই উত্তেজনা না ছড়িয়ে তারা দলীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে আশা করছি। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।