Image description
 

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর মালগুদা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। জেসমিন আরা রুমাকে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেসমিন আরা রুমা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম কালবেলাকে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গ্রেপ্তার হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। তিনি ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। এ নেত্রীকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।