Image description

টাঙ্গাইলের সখীপুরে নিজ ঘরের সামনে থেকে মেহেদী হাসান (২০) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার রতনপুর খন্দকারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে পরিবারের দাবি, প্রেমসংক্রান্ত কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেহেদী। মেহেদী রতনপুর খন্দকারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে মেহেদীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায় একমাস আগে ওই তরুণীকে নিয়ে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন তিনি। পরে তারা ফিরে এলে সালিসি বৈঠকের মাধ্যমে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে তরুণীর পরিবার মেহেদির ওপর ক্ষুব্ধ ছিল। তিন দিন আগে ওই তরুণীর বাবা ও ভাই লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে মেহেদীকে হুমকি দিয়ে যান। গতকাল শুক্রবার রাত ১টার দিকে নিজের থাকার ঘরের সামনে মেহেদীর মরদেহ দেখতে পান স্বজনরা।

মেহেদীর বাবা আব্দুল বারেক বলেন, ‘ছেলের প্রেমের বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়েছিল। এরপরও ওই তরুণীর বাবা বারবার হুমকি দিচ্ছিল। ওরাই আমার ছেলেটাকে গলা টিপে হত্যা করে ঘরের সামনে ফেলে রেখে গেছে। আমরা এর তদন্ত সাপেক্ষে বিচার চাই। মরদেহ দাফনের পর এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হবে।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।