
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে আগামী ১ নভেম্বর থেকে তাদের বাড়ি ভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ২০২৬ সালের জুলাই থেকে বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ করার বিষয়েও সম্মত হয়েছে মন্ত্রণালয়। আগামী জুলাইয়ে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়লে কয়েক গ্রেডের শিক্ষকরাই মূল সুবিধা পাবেন। জুনিয়র শিক্ষক এবং বিএড ডিগ্রি ছাড়া সহকারী শিক্ষকরা তেমন একটা সুবিধা পাবেন না। যদিও জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনা অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের পর বাড়ি ভাড়া আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর আগামী ১ নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সম্মতিপত্র তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আববার। সম্মতিপত্রে আগামী বছরের ১ জুলাই থেকে বাড়ি ভাড়া মূল বেতনের ১৫ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছ।
তথ্য ঘেঁটে দেখা গেছে, আগামী বছরের ১ জুলাই থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ করা হলে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে স্কুলের বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বাড়ি ভাড়া সাড়ে ৭ হাজার টাকা থেকে দুই হাজার ৪০০ টাকা হবে। অর্থাৎ ৪র্থ থেকে ১০ম গ্রেডের শিক্ষকদের বাড়ি ভাড়া দুই হাজার টাকার বেশি হবে। সহকারী শিক্ষকদের মধ্যে যারা ১১ গ্রেডে বেতন পান এবং অন্যান্য গ্রেডের শিক্ষক-কর্মচারীদের বেতন দুই হাজার টাকাই থাকবে। তবে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে তখন সব গ্রেডের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়াই বেড়ে যাবে।
তথ্য অনুযায়ী, ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের (গ্রেড ৪) ৫০,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (১৫%) হবে ৭,৫০০ টাকা। উপাধ্যক্ষের (গ্রেড ৫) ক্ষেত্রে ৪৩,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (১৫%) হবে ৬,৪৫০ টাকা। এছাড়াও সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (১৫%) হবে ৫,৩২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)।
এর বাইরে সহকারী অধ্যাপকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (১৫%) হবে ৩,৪৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); প্রভাষক (গ্রেড ৯) পদের বেতন ২২,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (১৫%) হবে ৩,৩০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং প্রধান শিক্ষক্ষের (গ্রেড ৭) ২৯,০০০ হাজার টাকার বিপরীতে এই পরিমাণ ৪,৩৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে।
সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (১৫%) ৩,৪৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সিনিয়র শিক্ষক (গ্রেড ৯), যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ক্ষেত্রে ৩,৩০০ টাকা (সর্বনিম্ন ২,০০০) বাড়ি হবে হবে। এর বাইরে সহকারী শিক্ষক (গ্রেড ১০), যাদের বেতন ১৬,০০০ টাকা, তাদের বাড়ি ভাড়া (১৫%) হবে ২,৪০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে। অর্থাৎ এই আটটি গ্রেডের শিক্ষকদের বেতন ন্যূনতম বেতন দুই হাজার টাকার চেয়ে বেশি হবে।
অন্যদিকে সহকারী শিক্ষক (গ্রেড ১১), যাদের বেতন ১২,৫০০ টাকা, তাদের ক্ষেত্রে ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করা হলে তারা বাড়ি ১,৮৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)। জুনিয়র শিক্ষক (১৬ গ্রেড) বেতন ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ১,৩৯৫ টাকা।
এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর– (গ্রেড ১৬) বেতন যেখানে ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ১,৩৯৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ১৬), যাদের বেতন- ৯,৩০০ টাকা, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ১,৩৯৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।
এছাড়াও ঝাড়ুদার (গ্রেড: ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (১৫%) হবে ১,২৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়কের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে বাড়ি ভাড়া (১৫%) হবে ১,২৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); পিয়নের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (১৫%) হবে ১,২৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০) এবং আয়ার (গ্রেড ২০) ৮,২৫০ টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া (১৫%) হবে ১,২৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।