
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরপার থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। গত রবিবার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত রবিবার রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নগরের বন্দর থানায় হত্যা মামলা করেন তার বাবা শহিদুল ইসলাম খান। তবে শামীম হত্যার শিকার হয়েছেন, নাকি আত্মহত্যা করেছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।
তবে নিহতের পরিবার জানিয়েছে, কয়েক দিন আগে তার পকেটে অবৈধ কিছু ঢুকিয়ে দিয়ে ভিডিও ধারণ করেন পুলিশের সোর্স পরিচয় দেওয়া দুজন। পরে ভিডিওটি পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে তাকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করেন তারা। বিষয়টি মা-বাবাকে জানাননি শামীম। তবে ছোট ভাইকে জানিয়েছিলেন। বিষয়টি তিনি সমাধান করেন। পুলিশ বলছে, এসব বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখছেন তারা।
যদিও নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুলিশের সোর্স পরিচয়ে ব্ল্যাকমেইল করার কোনো তথ্য পায়নি। অনেক মোটিভ নিয়ে কাজ করছি। তদন্ত শেষে বলা যাবে আসলে কী ঘটেছিল।’
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শামীমের দুই পায়ে ধারালো বস্তুর আঁচড় ছিল। দুই হাতের রগও কাটা ছিল। ধারণা করা হচ্ছে, দুই হাতের রগ কাটার কারণে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামতের ফরেনসিক প্রতিবেদনে মৃত্যু রহস্যের জট খুলতে পারে।
সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সেটি এখনও নিশ্চিত না। যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানে কোনো স্বাভাবিক মানুষ একা যাওয়ার কথা না। আবার কেউ নিয়ে গেছেন এমন তথ্যও এখন পর্যন্ত আমাদের হাতে নেই। নিজের রগ নিজে এভাবে কাটাও অবিশ্বাস্য মনে হয়। প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও বাস্তবতা মিলছে না। আমরা যেখান থেকে যে তথ্য পাচ্ছি, সব যাচাই করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।’
জানা গেছে, নগরের পুরাতন হালিশহর রোডের এমডিসি পোর্ট ভিউ ভবনে পরিবারের সঙ্গে থাকতেন শামীম। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক পাস করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের চিটাগং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সান্ধ্যকালীন এমবিএতে ভর্তি হয়েছিলেন। এ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন শামীম।