Image description
 

শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক নেতাদের আলোচনা ভেস্তে গেছে। ফলে বিকাল ৫ টার মধ্যে দাবি পূরণে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছেন শিক্ষক নেতারা। অন্যথা আজ বিকাল ৫টার দিকে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দেন।

 
 

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকে শেষে বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত শিক্ষক-কর্মচারীদের এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা।

 

এদিকে পঞ্চমদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক জমায়েত হয়েছেন।

 

কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, আগের কয়েক দিনের তুলনায় আজ শিক্ষক- কর্মচারীদের উপস্থিতির হার অনেক বেশি। শহীদ মিনার কানায় কানায় পূর্ণ। শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে স্লোগান ও বক্তব্য রাখছেন।