Image description

জুলাই-আগস্টে ব্যাপক হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ ফাঁসির দণ্ড চেয়েছে আন্তজাতির্ক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্কের শুনানিকালে ট্রাইব্যুনালের কাছে এ আরজি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও চরম দণ্ড দেওয়ার আরজি জানান তিনি।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এ কারণে তার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। কিন্তু এটা যেহেতু সম্ভব নয় আমরা তার চরম দণ্ড প্রার্থনা করছি।

পরে মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।