Image description
 

ইউনেস্কোর আসন্ন সাধারণ অধিবেশনে এই প্রথমবার মতো বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এ্যাসোসিয়েশন (National Association of UNESCO Clubs in Bangladesh)। বৃহস্পতিবার সংস্থাটির মহা-সচিব জনাব মাহবুবউদ্দিন চৌধুরী এক বিবৃতিতে দেশের জন্য এ ধরণের সম্মান, কুটনৈতিক সফলতা এবং যুগান্তকারী অর্জনের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান।

 

বিবৃতিতে আরো বলা হয়, উজবেকিস্তানের সমরকান্দে আসন্ন ইউনেস্কোর ৪৩তম জেনারেল কনফারেন্সে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব খন্দকার তালহা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন বাংলাদেশী হিসেবে সভাপতিত্ব করবেন এটা দেশের জন্য শুধু গর্ব নয়, আনন্দের বিষয়।

 

জনাব মাহবুব চৌধুরী রাষ্ট্রদূত খন্দকার তালহাকেও অভিনন্দন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কুটনৈতিক সফলতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।