Image description

উপসচিবের সঙ্গে অসদাচরণ করার ঘটনায় বদলি হলেন চিকিৎসক দম্পত্তি। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপন জারির পাঁচ কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের দায়িত্ব হস্তান্তর করবেন, অন্যথায় ছয় দিন থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ডা. অদিতি রায়কে ফোন দেন স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা- ১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব শাহাদত হোসেন কবির। ফোনে তিনি বহির্বিভাগ সেবা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন প্রদানের প্রস্তাবের বিষয়ে কথা বলতে চান। তবে ডা. অদিতি কল রিসিভ না করায় নিজ পরিচয় উল্লেখ করে কলব্যাক করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠান উপসচিব। কিন্তু ডা. অদিতি রায় উপসচিবের মেসেজ দেখার পরও কলব্যাক করেননি। পরে স্ত্রীকে পাঠানো ওই মেসেজ দেখে নবীনগর উপজেলায় কর্মরত থাকা ডা. কিশলয় সাহা উপসচিবকে কল দিয়ে তিনি উপসচিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ পাঠান।

এ ঘটনায় ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে চাকরি বিধিমালায় অসদাচরণ করার অভিযোগে উঠে, পরে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান কারণ দর্শানোর নোটিশ জারি করেন এবং ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের স্বাক্ষরে তাদেরকে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

শীর্ষনিউজ