
খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে অক্টোবর মাসের এই ৯ দিনে খুলনায় ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
নিহত সবুজ খান নগরীর খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, সকালে তিনি বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে তার কয়েকজন প্রতিবেশী তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ওসি জানান, সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
খুলনায় সর্বশেষ গত ৬ অক্টোবর ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।
গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায়নেশার জন্য টাকা না পেয়ে লিটন খান নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে তার ছেলে।
অন্যদিকে গত ১ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।