খুব অল্প সময়েই স্যাটায়ার পোস্ট দিয়ে জনপ্রিয়তা অর্জন করে ‘আনোয়ার টিভি’ নামের ফেসবুক পেজটি। তবে জনপ্রিয়তার পাশাপাশি ছিল সমালোচনাও। মূল ধারার একটি গণমাধ্যমের লোগো নকল করে নিয়মিত পোস্ট দেয়ার কারণে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়েছিলেন। মজা ও ফ্যান পোস্টের ভিড়ে আসল সংবাদ প্রায় হারিয়ে যাচ্ছিল।
সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয় ‘আনোয়ার টিভি’। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। পেজের অ্যাডমিন মাজেদ আহমেদ দাবি করেছেন, ভারতের মেটা এজেন্টরাই মূলত পেজটি হ্যাক করেছে। তিনি বলেন, “ফেসবুক কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থায় অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ নিয়ে এই হ্যাকিং ঘটেছে। আমাদের এ ধরনের ঘটনা থেকে সাবধান থাকা উচিত।”
একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাতকারে মাজেদ আহমেদ জানান, আনোয়ার টিভি মূলত বিনোদন ও স্যাটায়ারকেন্দ্রিক পেজ। তবে পেজকে ঘিরে বিভিন্ন সমালোচনা উঠেছিল। কেউ কেউ অভিযোগ করেছিলেন, পেজের ধরণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন। মাজেদ স্পষ্টভাবে জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য কখনোই বিভ্রান্ত করা নয়। আমরা কেবল বিনোদন এবং স্যাটায়ার দিয়েই তথ্য পৌঁছে দিতে চাই। সমালোচনার জবাব আমরা স্বীকার করি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”
মাজেদ আরও জানিয়েছেন, হ্যাকিংয়ের পর তারা নতুন প্ল্যাটফর্ম খুঁজে ফের প্রকাশ্য কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করলে ব্যবহারকারীর আস্থা ফিরে পাওয়া সম্ভব হবে।