
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে যুক্ত হওয়া ফাতিমা তাসনীম জুমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বেশিরভাগ শিক্ষার্থী যারা পর্দা করে না, যারা লিবারেল তাদের জন্য তো একটা সেইফ স্পেস তৈরি করতে হবে আমি তাদের প্রতিনিধি, আমি ছাত্রশিবিরের প্রতিনিধি।
মঙ্গলবার (১৯ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, আমি শিবির বা ছাত্রী সংস্থার কেউ নই। আমি কমপ্লিট একজন লিবারেল মানুষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আর এটা খুবই স্বাভাবিক যে ছাত্রশিবির শুধু যারা বোরকা পড়ে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয়নি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শিবিরের সাথে আমি জোট করি তাহলে আমার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আমি তো সবার কাছেই ওপেন ছিলাম। আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে। আমার যে কাঙ্ক্ষিত পদ ছিল শিবির থেকে আমাকে সেই পদে জোটবদ্ধ করতে আগ্রহী হয়েছিল তাই আমি সেই জায়গা থেকে জোট করেছি।
তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন কেউ যদি আমাকে তাদের প্যানেল থেকে নিতে আগ্রহী হয়, আমাকে যেন তারা অ্যাপ্রোচ করে। আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছিল। সব বিষয়ে বিবেচনা করেই আমি মনে করেছি যে এই প্যানেলটা আমার জন্য ভালো। সেই জায়গা থেকেই এই প্যানেলে আসা। এখানে অন্য কোন কারণ নেই বা ফ্রেমিং করার সুযোগ নেই।
জুমা বলেন, ছাত্রশিবির তো শুধু যারা বোরকা পড়ে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয়নি। কিন্তু তারা (অন্যান্য/সমালোচকরা) তো সেভাবে দেখছে না। নানা ভাবে তারা ফ্রেমিং করার চেষ্টা করছে। আমি এতে একবিন্দুও বিচলিত নই। কারণ আমি কোন অপরাধ করিনি। তারা যদি আমার কোন অপরাধ বা অন্যায় খুঁজে আনতে পারে তাহলে বলতে পারে।