Image description
 

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরকারি বরাদ্দ খাবার পৌঁছাচ্ছে না ঠিকভাবে। উন্নয়ন কাজেও নানা অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আকস্মিক এ অভিযান চালায় দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা কার্যালয়ের সমন্বিত টিম।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আকতারুজ্জামান। তিন সদস্যের একটি দল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

 

অভিযান শেষে দুদক জানায়, হাসপাতালের সেবাদান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ মিলেছে। ভর্তি রোগীদের জন্য নিয়মিত তিনবেলা খাবার সরবরাহ করা হয়নি এমন অভিযোগও সত্য বলে প্রতীয়মান হয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও অনিয়ম ও দুর্নীতির চিহ্ন পাওয়া গেছে।

 

সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, ‘আমরা সরেজমিনে কিছু অনিয়ম দেখতে পেয়েছি। বিশেষ করে রোগীদের খাবার বিতরণে অনিয়ম এবং কিছু উন্নয়ন প্রকল্পে ত্রুটি ধরা পড়েছে। সব নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

দুদক কর্মকর্তারা জানান, সরকারের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সারা দেশের মতো শরীয়তপুরেও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার, স্বাস্থ্যসেবা যাতে সঠিকভাবে নিশ্চিত হয়, সে লক্ষ্যেই জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে।

 

এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দুদকের এ পদক্ষেপের পর থেকে হাসপাতালের সেবা কার্যক্রম স্বচ্ছ ও সঠিকভাবে পরিচালিত হবে।