
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি পুরোনো সাক্ষাৎকার হঠাৎ করেই আবার আলোচনায় এসেছে। দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০১৯ সালের ২৯ মার্চ প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার প্রিয় বই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’।
দৈনিক প্রথম আলো পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সন দেখা জানা যায়, ‘প্রিয় বই’ শিরোনামের ওই সাক্ষাৎকারে ফারুকী বলেছিলেন, “আমি কে, তার উত্তর আছে অসমাপ্ত আত্মজীবনীতে। এ বইটি আমার প্রিয় বই।”
তিনি আরও বলেন, “বই আমার নিত্যসঙ্গী। তাই আমার প্রিয় বই অনেক। কিন্তু এখানে যেহেতু একটা বই বেছে নিতে হবে, সেহেতু বলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। বইটি প্রথম পড়েছিলাম বের হওয়ার পরপরই। কিছুদিন আগে একটি কাজে আবার পড়তে হয়েছে। এটি আমার খুবই প্রিয়। কারণ, এটি আমাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। বাংলাদেশের ডিসকোর্সটা কী, আমরা কোথা থেকে কেমন করে এসেছি—তার উত্তর আছে এই বইতে। আর এ বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো বঙ্গবন্ধুর ভণিতাহীন বর্ণনা।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ঘুরে বেড়ানো সেই সাক্ষাৎকার ঘিরে এখন নতুন করে আলোচনায় এসেছেন ফারুকী।