
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা গেছে, কিরণ পরিতোষের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যোগেন্দ্র চন্দ্র সূত্রধর। শিশু ও নারী নির্যাতন দমন আইনে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিরণ পরিতোষ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।