
দেশ গড়তে জুলাই পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে তারা মিলিত হন জুলাই আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারের সঙ্গে। সেখানে তারা একসঙ্গে দুপুরের খাবার খান ও শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নরসিংদী ক্লাবে মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক খোঁজখবর নেন।
বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে যায়।