Image description
 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ রাসেল মিয়া (২৫) নামের এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের তিন পথের মাথার মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন। বিকালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যার পর লাশ একটি ধানক্ষেতে ফেলে চলে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরে একাধিক শটগানের গুলি এবং ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।