Image description

হেরাত (বিএনএ): ইসলামিক আমিরাত প্রত্যাবর্তনকারীদের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ১.৫ বিলিয়ন আফগানিস্তানের বাজেট বরাদ্দ ঘোষণা করেছে।

হেরাতের ইসলাম কালা সীমান্তে এক সংবাদ সম্মেলনে, ইসলামিক আমিরাতের উপ-মুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরত প্রকাশ করেছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান থেকে প্রায় ৫,০০,০০০ আফগান শরণার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রত্যাবর্তনকারীদের সংখ্যা বৃদ্ধির ফলে সরকারকে অভাবীদের সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করা হয়েছে।

ফিতরাত আশ্বস্ত করেছেন যে সীমান্তের পরিস্থিতি সুনিয়ন্ত্রিত, সরকারি পরিষেবা কমিটিগুলি অভিবাসীদের সহায়তা প্রদানে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। তিনি স্থানীয় প্রতিষ্ঠান, শরণার্থী বিষয়ক বিভাগ, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক যুব গোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা প্রত্যাবর্তনকারীদের আগমনে সহায়তা করার জন্য তাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসলাম কালার সেবা কমিটির প্রধান মৌলভী আহমদ কামিল উল্লেখ করেছেন যে অভিবাসীদের জন্য প্রতিদিন তিনবেলা খাবার এবং পানীয় বিতরণ করা হচ্ছে। তিনি এই মানবিক প্রচেষ্টায় বেসামরিক স্বেচ্ছাসেবক গোষ্ঠীর অপরিহার্য ভূমিকা তুলে ধরেন।

শরণার্থী বিষয়ক জন তথ্য কমিটির কর্মকর্তাদের মতে, ইসলাম কালা সীমান্ত দিয়ে বর্তমানে প্রতিদিন ৩০,০০০ এরও বেশি শরণার্থী আফগানিস্তানে প্রবেশ করছে।

সূত্র: বখতার নিউজ