Image description
 

খবর পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুটি পা হারালেন বাংলাদেশ বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের সংবাদ পাঠিকা মণিবূন মনি চৌধুরী (৩৫)।

 

 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাইয়ের মোটরসাইকেলে করে বাংলাদেশ বেতারের অফিসে যাচ্ছিলেন মনি। পথিমধ্যে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া ১০ চাকার ট্রাক তার পায়ের উপর দিয়ে চলে যায়।

 

তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বাধ্য হয়ে একটি পা কেটে ফেলেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে আরেকটি পাও কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

মনি চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মহিউদ্দিন চৌধুরীর কন্যা।

 

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক থাকলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।