Image description

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই ফেইসবুক প্রোফাইল লাল হয়েছে কীভাবে তা জানিয়েছেন ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ।

তিনি বলেন, যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয় যে হত্যার পরিবর্তে রাষ্ট্র উল্টা নাটক করলো যে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। তো সাদিক কায়েম আমাকে জিজ্ঞেস করলো যে এটা কি করা যায়, তারপর কি প্রোগ্রাম দেওয়া যায়। পরে হঠাৎ আমার মাথায় আসলো যে ভাইকে বলি কালকে আমরা প্রোগ্রাম দিব পাল্টা। ওরা যেহেতু কালো দেয় আমরা লাল দিব। তো আমার তখন যেটা করতে হয়, সমন্বয়কদেরকে আমরা প্রেস রিলিজ রেডি করে দিতাম। কর্মসূচি ঠিক করে তারপর সেটা আলোচনা করে ডিসিশন নিয়ে তারপর আমরা প্রেস রিলিজ সবাই পাঠাইতাম। তারপর তারা এটা এনাউন্স করতেন। তো এই আইডিয়া এক্সিকিউট হওয়ার পরে, এই আইডিয়া বলার পরে সবাই বলে যে এটা একটা ভালো আইডিয়া, এটা হতে পারে। 

প্রেস রিলিজ রেডি করে আমাদের মহিউদ্দিন ভাইসহ সাদিক ভাইয়ের সমন্বয় করে এটা সমন্বয়দেরকে পাঠিয়ে তাদের মাধ্যমে এনাউন্স হইলো। পরেরদিন দেখি মানে একদম রাষ্ট্রের সকল ক্যাটাগরির নাগরিক তার প্রোফাইল লাল করে দিচ্ছে। ড. ইউনূস, বেগম খালেদা জিয়ার ফেসবুক পেইজ থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্টদের সোশ্যাল প্লাটফর্মগুলো লাল হয়েছিল।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/16TPMVf51c/