Image description

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামবিল সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বাধার মুখে পণ্ড হয়েছে বাংলাদেশ-ভারতের একটি যৌথ জরিপ।

আজ বৃহস্পতিবার সকালে খাসি হাওরে জরিপ কাজ শুরু করে দুই দেশের জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

জানা গেছে, নলজুরি খাসি হাওরের ১২৭৮-৭৯ নম্বর পিলারের মধ্যে সীমান্তবর্তী একটি খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্ত জরিপ শুরু হয়। এতে ক্ষিপ্ত হন স্থানীয়রা। তাদের সঙ্গে বিএসএফ সদস্যদের বাকবিতণ্ডা শুরু হলে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন স্থানীয়রা। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে পণ্ড হয়ে যায় জরিপ কাজ।

স্থানীয়দের দাবি, শত বছর ধরে এই খেলার মাঠটি ব্যবহার করছেন। মাঠের কিছু অংশ ভারত তাদের বলে দাবি করে জরিপ করে ভারতীয় পিলার সরিয়ে আনার পায়তারা করছিল। এটা তারা হতে দিবে না।

জানা যায়, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী মাঠটি ভারতের বলে দাবি করে আসছে বিএসএফ। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, খেলার মাঠটি অপদখলীয় জায়গা হিসেবে চিহ্নিত। ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির অধিনে এই স্থানে ভারত বাংলাদেশের যৌথ জরিপ করার কথা ছিল। স্থানীয় নাগরিকদের প্রতিবাদে উভয়দেশের জরিপ দলকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে।