
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘কেউ অতিরিক্ত দলীয় শো আপ আর ক্রেডিটবাজি না করলে এই আন্দোলন জুলাইয়ের মত সফল হবে ইনশাআল্লাহ।’
শুক্রবার ভোর ৫টার দিকে ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ‘এই আন্দোলন আমাদের সবার, সব দলের’ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘সবাই দলীয় স্লোগান পরিহার করুন। সবার আগে এনসিপির নেতাকর্মীদের অনুরোধ থাকবে দলের নামে স্লোগান না দিতে। যেখানে দলের নামে কেউ স্লোগান দিবে তাকে বুঝিয়ে বন্ধ করাবেন।’
এছাড়া, কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সবাই জুলাইয়ের স্লোগানগুলো বারবার দিবেন।’
এনসিপি নেতা মশিউর রহমান জানান, যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে জুলাইয়ের মত বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করছেন। নারীদের নিরাপত্তায় সবাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সাথে সবসময় ভালো ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘কখনো কোনো সাংবাদিক ভাইদের সাথে কেউ যেনো আনপ্রফেশনাল আচরণ করতে না পারে সেই দিকে নজর রাখবেন।’
ফেসবুক পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ছাত্র-জনতা রায় না নিয়ে ফিরবে না। লীগের নিষিদ্ধের বিষয়ে ক্লিয়ার রোডম্যাপ ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।’