
এক বছরের সাবেটিকাল লিভ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ আওয়ামীপন্থী চার শিক্ষক। যথাযথ নিয়ম মেনে আবেদনের প্রেক্ষিতে এই ছুটি শিক্ষা ছুটি কমিটিতে পাশ হয়ে একাধিক সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে বলে জানা যায়।
এক বছরের ছুটি পাওয়া অন্য শিক্ষকেরা হলেন, বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন, আবহাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তৌহিদা রশিদ, বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা দে। তাদের ছুটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সাবেটিকাল লিভ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। প্রত্যেক শিক্ষকই তার শিক্ষকতা জীবনে পূর্ণ বেতনে গবেষণার জন্যা এই ছুটি পেয়ে থাকেন। যারা ছুটির আবেদন করেছে এবং শর্তগুলো পূরণ করেছে শিক্ষা ছুটি কমিটি বিবেচনা করে ছুটির জন্য সুপারিশ করেছে। যথাযথ নিয়ম মেনে আবেদনের প্রেক্ষিতে এই ছুটি শিক্ষা ছুটি কমিটিতে পাশ হয়ে একাধিক সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।