Image description
ডিসি মাসুদ আলম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এ কর্মসূচি ঘিরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এরই মধ্যে দায়িত্ব পালনরত অবস্থায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ভাইরাল ওই ছবিতে দেখা যায়, ডিসি মাসুদ আলম সবুজ-হলুদ রঙের জার্সি ও লাল রঙের হাফপ্যান্ট পড়ে যমুনার সামনে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তিনি।

এ বিষয়ে ডিসি মাসুদ আলম জানান, মিন্টু রোডে টেনিস খেলছিলেন তিনি। এমন সময় খবর পান যমুনার সামনে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।  সেই খবরের পরিপ্রেক্ষিতে মিন্টু রোডের টেনিস কোর্ট থেকে দ্রুত তিনি সেখানে চলে এসেছেন। ড্রেস চেঞ্জ করার সময় পাননি।  

ছবিটি ফেসবুকে পোস্ট করে আব্দুল্লাহ জাহিদ নামের একজন লিখেছেন, রমনা বিভাগের ডিসি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করলে বেচারা খেলার মাঠ থেকে সরাসরি ডিউটিতে।