Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জুলাই ঐক্যের পর এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত দেড়টার সময় তারা এ অবস্থান নেন। 

এর আগে গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

এসময় আন্দোলনে হেফাজতের নায়েবে আমীর মোহাম্মদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, অর্থসম্পাদক মুফতি মনির হোসেন কাসেমী সহ অন্যান্যরা এ আন্দোলনে অংশগ্রহণ করেন। এছাড়া মাওলানা ছানাউল্লাহ খান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শরীফ প্রমুখও অংশগ্রহণ করেন। 

এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেন।