Image description
 

ইসলামী ব্যাংকে এস আলমসংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালকের ব্যাংক হিসাব স্থগিত রাখতে আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শেয়ারহোল্ডার এ পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

এস আলমসংশ্লিষ্ট ২৪ শেয়ারহোল্ডার কোম্পানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ব্যাংকটিতে শেয়ারের পরিমাণ ৮১ দশমিক ৯২ শতাংশ। এর ফলে ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালক ব্যাংকের এজিএম ও ইজিএমেও অংশগ্রহণ করতে পারবেন না জানিয়ে আইনজীবী মো. রুকুনুজ্জামান বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই শেয়ারগুলো অ্যাটাচ (জব্দ) থাকবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ শেয়ারগুলো হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া ওই শেয়ারগুলোর বিপরীতে বোনাস লভ্যাংশ প্রদানও স্থগিত থাকবে।

 

গতকাল মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।