
কুষ্টিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আকাশ হোসেন (২০) নামে এক তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
আকাশ উপজেলার হাটশ হরিপুর বাজারপাড়া এলাকার মুরাদ হোসেনের ছেলে।
নিহতের দুলাভাই শিমুল আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্ত্রী বৃষ্টির ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আকাশ। দুপুরের দিকে হরিপুর পদ্মার চর এলাকায় তার মরদেহ দেখেন স্থানীয়রা।
হরিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম বিশ্বাস বলেন, ‘আজ সকালে পারিবারিক কলহের জেরে বউয়ের সঙ্গে আকাশের বাকবিতণ্ডা হয়। পরে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে।’
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ কয়েক বছর আগে গোপালগঞ্জের বৃষ্টিকে বিয়ে করেন।
এর আগে ১১টার দিকে একটি পোস্টে তিনি লিখেন, ‘এটাই আমার শেষ টিকটক, আর হবে না আজ থেকে।’
কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে ওই তরুণ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’