Image description
 

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্যালপের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল বছরের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি মার্কিনিদের সহমর্মিতা ৬ শতাংশ বেড়ে ৩৩ শতাংশ হয়েছে। একই সময়ে ইসরায়েলিদের প্রতি গেল ২৪ বছরের মধ্যে বিতৃষ্ণা বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে।

জরিপে অংশ নেওয়া মার্কিনিদের ৪৬ শতাংশ ইসরায়েলিদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। এর আগে ২০০১ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় অ্যাপ্রুভাল রেটিং ৫১ শতাংশ ছিল। ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভব পোষণ করেন অধিকাংশ মার্কিনি। সে তুলনায় ফিলিস্তিনিরা মার্কিনিদের অতটা সহমর্মিতা পায় না।

১৯৮৯ সাল থেকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সার্ভে করছে গ্যালপ। তখন থেকেই গড়ে ৬৫ শতাংশ মার্কিনি ইসরায়েলের প্রতি নিজেদের ইতিবাচক মনোভাব দেখিয়ে এসেছে। সর্বশেষ ১৯৮৯ সালে ইসরায়েলিদের প্রতি মার্কিনিদের সহমর্মিতা কমে ৪৫ শতাংশ হয়েছিল। জরিপে দেখা গেছে, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু যেভাবে সামাল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে সমর্থন রয়েছে ৪০ শতাংশ মার্কিনির।

 

এতে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিংও ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। অবশ্য রাজনৈতিক পরিচয়ের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি মার্কিনিদের সমর্থনে বিশাল পার্থক্য দেখা গেছে। রিপাবলিকানদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী অধিকাংশই ইসরায়েলের পক্ষ নিয়েছে। বিপরীতে ডেমোক্রেটদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে ঝোঁক দেখা গেছে।