Image description

ইরানের ক্ষমতাচ্যুত সবশেষ শাহর ছেলে রেজা পাহলভির নেতৃত্ব ইরানি জনগণ মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রেজা শাহ খুবই ভদ্র মানুষ, তবে ইরানে তিনি কতটা সমর্থন পাবেন, তা নিশ্চিত নয়। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে থাকা ইরানের অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ হচ্ছেন রেজা পাহলভি।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে তিনি খুব ভালো করছেন, কিন্তু আমি জানি না তিনি তার নিজের দেশের মধ্যে কতা গ্রহণযোগ্য হবেন।’ ট্রাম্প আরো বলেন, ‘আমরা এখনো সেই পর্যায়ে নেই। আমি জানি না ইরান তার নেতৃত্ব গ্রহণ করবে কিনা। অবশ্যই যদি তারা তা করে, তবে আমার জন্য তা ভালো হবে।’

এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। এবার তার মন্তব্যে আরো স্পষ্টভাবে পাহলভির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে এলো।

১৯৬০ সালে তেহরানে জন্মগ্রহণকারী পাহলভিকে ছোটবেলায় যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছিল, কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে তার শাসনের সম্ভাবনা শেষ হয়ে যায়।

পাহলভি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।