Image description

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বৃটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। বুধবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

 

বৃটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, “আমরা তেহরানে অবস্থিত বৃটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছি। এখন থেকে দূতাবাসটি দূরবর্তীভাবে কার্যক্রম পরিচালনা করবে। এই পরিবর্তনের প্রতিফলন হিসেবে ফরেন অফিসের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে।”

রয়টার্সের খবরে বলা হয়, ইরানের নেতৃত্ব যখন ইসলামিক প্রজাতন্ত্রের অস্থিরতা দমন করার চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন, তখনই এই পদক্ষেপ নেয়া হলো।

নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বৃটেনের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কনস্যুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। তিনি বলেন, কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে , ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্যের পর বৃটেন এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বেশকিছু কর্মী প্রত্যাহার করে নিয়েছে।