Image description

পোস্টাল ব্যালটে কারসাজি নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।’

বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের লোকজন প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন, তারা চাইবেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।

তিনি বলেন, যারা আমার দিকে আঙ্গুল তুলছেন, তারা দোষারোপের রাজনীতি করছে। আমি সামনে এই এলাকায় কি করব তা আমার কাজে প্রমাণ পাবে।

বিডি-প্রতিদিন