১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশের একাধিক টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে এমন শিরোনামে খবর প্রকাশিত হয় যাতে প্রতিয়মান হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ বা স্থগিত করেছে।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকের মধ্যে শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
‘বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র’ ও ‘বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র’ শিরোনামে সংবাদ প্রকাশ করা করে এখন টিভি (অনলাইন) ও ইত্তেফাক পত্রিকায়।
একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে : যুগান্তর, সমকাল, বাংলাট্রিবিউন, রাজনীতি সংবাদ, নিউজনাউ২৪, সময় টিভি (অনলাইন), সমকাল, Chatganews, আজকের পত্রিকা, প্রতিদিনের বাংলা, সুপ্রভাত, টিভি9বাংলা, কালের কণ্ঠ, আমাদের সময়, Rtv (অনলাইন), ঢাকা পোস্ট, একাত্তর টিভি (অনলাইন), খবরের কাগজ।
কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য পরবর্তীতে প্রতিবেদনে সংশোধনী এনেছে।
বাস্তবে যুক্তরাষ্ট্রের ঘোষণাটি ছিল আরও সীমিত পরিসরের। আমেরিকা ৭৫টি দেশের জন্যে ভিসা দেওয়া বন্ধ করেনি। সকল ধরনের ভিসা দেওয়ার প্রক্রিয়াও স্থগিত করেনি। ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক এক্স পোস্টে (https://archive.ph/NQnWk) বলা হয়েছে হয়েছে, ‘যেসব দেশের অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে ওয়েলফেয়ার (সরকারি সাহায্য/সুবিধা) গ্রহণ করে, পররাষ্ট্র দপ্তর এমন ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। যতক্ষণ না যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারে যে, নতুন অভিবাসীরা আমেরিকানদের সম্পদের ওপর নির্ভর করবে না, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ চলতে থাকবে।’
যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যমে ব্যবহৃত শিরোনামগুলোতে এই পার্থক্যটি স্পষ্ট করা হয়নি। ফলে “ভিসা দেওয়া বন্ধ” বা “সব ধরনের ভিসা স্থগিত”—এ ধরনের শব্দচয়ন পাঠককে এমন ধারণা দেয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ভিসা ক্যাটাগরি একযোগে বন্ধ করে দিয়েছে। প্রতিবেদনের ভেতরে কোথাও কোথাও সিদ্ধান্তের সীমাবদ্ধতা উল্লেখ থাকলেও, শিরোনামে সেই প্রেক্ষাপট অনুপস্থিত থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেনি। ঘোষণাটি সীমিত ছিল ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া পর্যন্ত।