বিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে চলেছে। দুই সপ্তাহব্যাপী চলা স্বৈরতন্ত্রবিরোধী ব্যাপক গণবিক্ষোভের বিপরীতে গতকাল সরকারপক্ষ থেকেও পাল্টা প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে। এতে লাখ লাখ মানুষ যোগ দেয় বলে সরকারিভাবে দাবি করা হয়েছে। এদিকে দেশটিতে সংঘাত এবং হতহাতের সংখ্যা বেড়েই চলেছে। এই সঙ্গে মার্কিন হামলার আশঙ্কাও জোরদার হয়েছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর সঙ্গে সমঝোতা আলোচনায় বসার জন্য খামেনি সরকারের পক্ষ থেকে ফোন করে যোগাযোগ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান দমনপীড়নের জবাবে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া হিসেবে কঠোর বিকল্প কিছু ভাবছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে চেয়ে ফোন পাওয়ার দাবি করেছেন তিনি। রবিবার এয়ারফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তাঁরা আলোচনা করতে চান।’
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে এবং দেশটির বিরোধী পক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যোগাযোগ করেছে। ট্রাম্প এও জানান, তবে বৈঠকের আগেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে তারা শুরু করেছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছে, যাদের নিহত হওয়ার কথা নয়।’ তিনি বলেন, ‘ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং আমরা অত্যন্ত কঠোর বিকল্প বিবেচনা করছি। আমরা সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি প্রস্তাবের পর মঙ্গলবার (আজ) ট্রাম্প তাঁর উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন, সেখানে ইরান বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে ইরান সরকারের উদ্ধৃতি দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘দেশে যে অস্থিরতা চলছে তাকে প্রতিবাদ বিক্ষোভ বলা যায় না, এটি সন্ত্রাসী যুদ্ধ। বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেওয়ার যে হুমকি দিয়েছেন, সে ক্ষেত্রে আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আলোচনার জন্যও প্রস্তুত।’
বিক্ষোভে নিহত ৫ শতাধিক : ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহের অস্থিরতায় অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে।