Image description

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে। অনেকে নির্বাচনে জয়ী হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় তরুণদের চাকরি পাওয়া শেখানো হয়। তরুণরা কেন উদ্যোক্তা হয় না প্রশ্ন রেখে তিনি তরুণদের স্বপ্নবাজ হবার আহ্বান জানান।