ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস মুম্বাই শহরকে কথিত ‘অবৈধ বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা অভিবাসী’মুক্ত করার ঘোষণা দিয়েছেন।
ভারতের মুম্বাই শহরের মিউনিসিপাল নির্বাচনের জন্য বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। ওই ইশতেহারে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, ‘আমরা মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের থেকে মুক্ত করব। আইআইটির (ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি) সহায়তায় আমরা বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার জন্য একটি এআই টুল তৈরি করব।’
যদিও এই ধরনের কথিত ‘অনুপ্রবেশের’ কারণে অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
ভারতে সম্প্রতি ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুতে একটি নির্বাচনি অস্ত্রে পরিণত করা হয়েছে। হোক বিহার, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বা কোনো স্থানীয় পৌরসভা নির্বাচন—সব ক্ষেত্রেই এই ইস্যুকে সামনে আনছে ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং তাদের জোটভুক্ত দল ও রাজনীতিকরা।
এমনকি দেশটিতে ‘বাংলাদেশি’ সন্দেহে এখন পর্যন্ত একাধিক ভারতীয় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালা, ওড়িশা ও বিহারে এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে। রাজনীতিবিদদের বেপরোয়া বক্তব্যের কারণে ভারতীয় পরিযায়ী শ্রমিক বা নিম্নবিত্তদের, বিশেষ করে দেশটির মুসলিম ও বাংলাভাষী নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: খবর হিন্দুস্তান টাইমস