ইরানের ইস্ফাহান শহরে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি (IRIB)-এর সংশ্লিষ্ট একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটিতে কয়েক দিন ধরে চলমান ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটল।
বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট ভবনসহ আশপাশের কয়েকটি স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওটির সত্যতা যাচাই করছে সংবাদমাধ্যমটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুগল আর্থের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, যে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে সেখানে ইয়ং জার্নালিস্ট ক্লাবের কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির একটি সহযোগী সংগঠন।
তবে কী কারণে ওই ভবনে আগুন লেগেছে এবং এতে কেউ হতাহত হয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে নেওয়া একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ।
নেটব্লকসের মতে, এই পরিস্থিতিতে জনগণের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভের মাত্রা বাড়ছে এবং এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।