Image description

ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভের ১১তম দিনে বুধবার (৭ জানুয়ারি) ফার্স প্রদেশে সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলছেন বিক্ষোভকারীরা।

২০২০ সালে ইরাকে সোলাইমানিকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার হত্যাকাণ্ডের পর ইরান মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। ওই সময় ভুলবশত বিপ্লবী গার্ডের সেনারা একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করেছিল। এতে বিমানে থাকা সব যাত্রী নিহত হয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভ আরও তীব্র হয়। এর জেরে ইরানে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তা সত্ত্বেও রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া দেশটির অন্যান্য জায়গাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। এরমধ্যে ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়েছে।

সূত্র: রেডিও ফ্রি ইউরোপ