ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচনা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর জবাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পেত্রো। তিনি বলেন, ‘আসুন, আমাকে তুলে নিয়ে যান। আমি এখানেই অপেক্ষা করছি।’
পেত্রোর এই বক্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হুঁশিয়ারির সঙ্গে মিল রয়েছে। মাদুরোও একইভাবে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এর পরই গত শনিবার মার্কিন সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, প্রয়োজনে তিনি আবার অস্ত্র হাতে নিতে পারেন। নব্বইয়ের দশকে অস্ত্র ত্যাগ করা পেত্রো একসময় বামপন্থি গেরিলা ছিলেন। তিনি লেখেন, আমি আর কখনো অস্ত্র ধরব না বলে শপথ করেছিলাম, তবে মাতৃভূমির প্রয়োজনে তা আবার করতে হতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় বা তাকে আটক করা হয়, তাহলে দেশজুড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠবে।
এর আগে রোববার সাংবাদিকদের কাছে ট্রাম্প পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ আখ্যা দিয়ে কোকেন পাচারের অভিযোগ তোলেন এবং কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর কথাও বলেন। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বড় কোকেন উৎপাদনকারী দেশ।