Image description

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপ গেলেও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই সম্পর্ক উষ্ণ হতে থাকে। এতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কৃতিত্ব আছে বলে অনেকে মনে করেন। কিন্তু কীভাবে সেটা সম্ভব হলো, তা নিয়ে আল–জাজিরায় লিখেছেন আবিদ হোসেন। আল–জাজিরার অনলাইন সংস্করণে গত ৩১ ডিসেম্বর লেখাটি প্রকাশিত হয়েছে।